- Get link
- X
- Other Apps
** জ্বরের সাধারণ চিকিৎসা ও করণীয় কিছু কাজ ।
জ্বর কী?
জ্বর হলো অতি সাধারন ও পরিচিত একটি রোগের নাম । প্রায় সব ঋতুতে এই রোগ দেখা যায় । তবে জ্বর হলে ভয় পাবার কিছু নেই । সঠিকভাবে যত্ন নিলে সহজে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় । সাধারণত যদি আমাদের শরীরের তাপ স্বাভাবিক এর থেকে বেশি হয় তখন আমরা একে জ্বর বলে থাকি । সাধারনত আমাদের শরীরের তাপমাত্রা হলো ৯৭.৫ -- ৯৮.৫ ডিগ্রি সেলসিয়াস থাকে । যদি আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম বা বেশি হয় তবে আমরা তাকে জ্বর বলি ।
জ্বর হলে কি করবেন?
অধিকাংশ সময়েই শরীরে জ্বরের ভাইরাস দেখা দিতে পারে তবে এতে ভয় পাবার কিছুই নেই । যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন তবে খুব সহজেই জ্বরের ভাইরাস থেকে মুক্তি পেতে পারেন । জ্বর আসলে আপনাকে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে । যদি তাপ বেড়ে যায় তবে বার বার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে । শরীরের তাপমাত্রা বেশি বেড়ে গেলে মাথায় বার বার পানি দিতে হবে । যাতে মাথায় রক্ত না ওঠে । রোগীকে বেশি বেশি তরল খাবার দিতে হবে । জ্বর আসলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় তাই রোগী কীছুই খেতে চায় না । তাই রোগীকে বার বার খাওয়ানোর চেষ্টা করতে হবে । তা না হলে রোগী অল্পতেই দুবল হয়ে যাবে । এইভাবে বিশেষ যত্নের মাধ্যেমে আপনি জ্বর থেকে সুস্থ্য হতে পারেন ।
চিকিৎসা ঃ
সাধারণত জ্বর তিন দিনের মধ্যে আপনি আপনি ভাল হয়ে যায় । যদি সঠিক যত্নের পরে ও আপনার জ্বর ভাল না হয় তবে আপনি নিচের ঔষধ গুলো প্রাথমিকভাবে সেবন করতে পারেন===
Tablet: Napa / Ace 500mg
1 + 1 +1 [ জ্বর থাকলে ১টা করে তিন বেলা ]
Tablet: Histacin 5mg
1 + 1 +1 [ যদি নাক দিয়ে পানি ঝরে ]
Cap: Sergel 20mg
1 + 0 + 1 [ যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তবে খাবার ৩০ মিনিট আগে খাবেন ]
যদি এই নরমাল ঔষধে কাজ না হয় তবে আপনি একজন রেজিষ্টারকৃত চিকিৎসক দ্বারা Tablet: Zimax 500mg বড়দের এবং Tablet: 250mg ছোটদের জন্য তাছাড়া বাচ্চাদের জন্য Zimax Syrup এন্টিবায়োটিক ঔষধ সেসন করতে পারেন ।
সতর্কতা ঃ
জ্বর আসলে আপনাকে অবশ্যই সতকতা অবলম্বন করতে হবে। যদি আপনি সর্তক না হউন তবে এই জ্বর আপনাকে অনেক ভোগাতে পারে ।জ্বরে আক্রান্ত হলে কিছু ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। জ্বর হলে, অন্যদের সঙ্গে বিশেষ করে শিশুদের সঙ্গে মেলামেশায় সাবধানতা অবলম্বন করতে হবে। হাঁচি দেয়ার সময় বা নাকের পানি মুছতে হলে রুমাল বা টিসু পেপার ব্যবহার করতে হবে এবং তা যেনো অন্য কেউ ব্যবহার না করে। যেখানে সেখানে কফ, থুথু বা নাকের শ্লেষ্মা একদম ফেলা যাবে না, এতে অন্যরাও আক্রান্ত হতে পারে। স্বাস্থ্যকর, খোলামেলা, শুষ্ক পরিবেশে যেখানে আলোবাতাস বেশি আসে এমন কক্ষে থাকতে হবে জ্বরের সময়
ৃ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment