হুপিং কাশি কী? কেন হয় । হুপিং কাশি হলে কী করবেন ?
ইহা শ্বাস-প্রশ্বাসজনিত একটি সংক্রামক ব্যাধি । যে কোন বয়সের লোক- এই রোগে আক্রান্ত হতে পারে।তবে শিশুদের মধ্যে ( ২ হইতে ৫ বছরের ) শিশুরা এই রোগে ভোগিয়া থাকেন । হেমোফেলাস পারটিউসিস নামক জীবাণু দ্বারা শিশু ও বালক - বালিকারা এই রোগে আক্রান্ত হয় । সর্দি হইতে কাশি , কাশি শুকনা হইলে তাহা প্রায়েই হুপিং কাশিতে পরিণত হয় । পরে উহা খারাপের দিকে ধাবিত হইতে পারে । আক্রান্ত রোগীর সংস্পর্শে কেহ আসিলে এই রোগ হইবার সম্ভাবনা থাকে ।রোগ জীবাণু সংক্রামিত হইবার ৭/২০ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় । হুপিং কাশির টিকা দিলে এই রোগ আর হয় না। ইহাও সরকার কর্তৃক দেওয়া হয় । য়ে কারণে এই রোগ আর দেখা যায় না ।
লক্ষণঃ
১ । প্রাথমিক অবস্থায় রোগী সর্দি-কাশিতে আক্রান্ত হয় ও তৎসঙ্গে শুধু জ্বর হয় । এই জ্বর পরে বৃদ্ধি পাইয়া ১০০ ডিগ্রীর উপর পর্যন্ত হইতে পারে ।
২ । ঘন ঘন কাশের পর কাশ হইয়া শ্বাস-প্রশ্বাস হইবার উপক্রম হয় । কোন কোন ক্ষেত্রে চোখের কনজাংটাইভাতে রক্ত জমিয়া যায় ।
৩ । কাশি খুব দ্রুত বেড়ে যায় । কাশির বেগ বেশ কিছুক্ষণ স্থায়ী হয় । প্রায় দম বন্ধ হইবার উপক্রম হয় ।
৪। রোগী কাশির সহিত ঘন ঘন শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে ।
৫ । অনেক সময় কাশিতে কাশিতে বমন হয় এবং রোগী ধীরে ধীরে কৃশ হয় ।
৬ । কুকে সাঁই সাঁই শব্দ হয় , রোগীর অস্থিরতা , পিপাসা প্রভৃতি দেখা দেয় ।
৭ । ৫/৬ সপ্তাহ পরে কাশির বেগ কমে , তবে এই পর্যায়ে একাদিকক্রমে ৫/৬ মাস পর্যন্ত স্থায়ী হয় । কাশির জন্য ঘাড়ে , পিঠে , বুকে ব্যথা হয় ।
চিকিৎসাঃ
১ । Promethazine Hcl ( প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড ) যুক্ত ঔষধ ঃ Syp: Prozin ( সিরাপ প্রোজিন ) বা, Syp: Phenargan ( সিরাপ ফেনারগান ) বা, Syp: Histerzin ( সিরাপ হিষ্টারজিন ) বা, Syp: Allphen( আলফেন ) বা, Syp : Promestin ( সিরাপ প্রমেসটিন ) বা, Syp: Allergan ( সিরাপ এলারগন )
অথবা,
Chopheniramine Maleate ( ক্লোরফেনিরামিন মেলিয়েট ) যুক্ত ঔষধ ঃ Syp: Histacin ( সিরাপ হিষ্টাসিন ) বা, Syp: Histal ( সিরাপ হিষ্টাল ) বা, Syp: sinamin( সিরাপ সিনামিন ) বা, Syp: Piriton ( সিরাপ পিরিটন ) ।
মাত্রাঃ বয়স অনুসারে অর্ধ চামচ /১ চামচ/ ২ চামচ করিয়া দিনে ৩ বার সেব্য ।
২ । ভাল কাজ পাওয়ার জ্ন্য উপরের ঔষধের সঙ্গে Amoxycilin ( এমোক্সিসিলিন ) যুক্ত ঔষধঃ Syp: Fimoxyl ( সিরাপ ফাইমক্সিল ) বা, Syp: Moxacil ( সিরাপ মক্সাসিল ) বা, Syp: Moxilin( সিরাপ মক্সিন ) বা, Syp: Tycil( সিরাপ টাইসিল ) বা, Syp: Sk- Mox ( সিরাপ এস কে মক্স ) বা, Syp: Amoxilin( সিরাপ এমোক্সিলিন ) বা, Syp: Servimox ( সিরাপ সারভিমক্স ) ।
বি:দ্রঃ উপরের ঔষধ গুলা আবার ক্যাপসুল আকারে পাওয়া যায় ।
মাত্রাঃ ১/২ চামচ করিয়া দিনে ৩ বার সেব্য বাচ্চাদের জন্য আর বড়দের জন্য ১ টি ক্যাপসুল রোজ ৩ বার খাবার পর সেব্য ।
অথবা,
Erythromycin ( ইরিথ্রোমাইসিন ) যুক্ত ঔষধঃ Syp: Eromycin ( সিরাপ ইরোমাইসিন) বা, Syp: Erythrox ( সিরাপ ইরিথ্রোক্স ) Syp: Etrocin ( ইট্রোসিন )
মাত্রাঃ ১/২ চামচ করে দিনে বার সেব্য । ( ১০ দিন )
অথবা,
Chloromphenicol ( ক্লোরোমফেনিকল ) যুক্ত ঔষধঃ ( জ্বরসহ কাশি থাকিলে ) Fionicol Suspension ( ফাইয়োনিকল সাসপেনশন ) বা, Chlorocol Suspension ( ক্লোরকোল সাসপেনশন )বা, Ramex Syrup ( র্যামেক্স সিরাপ ) বা, Suprahen Suspension( সুপ্রাহেন সাসপেনশন ) বা, Neutramphenicol Suspension ( নিউট্রামফেনিকল সাসপেনশন ) ।
মাত্রাঃ বয়স অনুসারে ১/২ চামচ করিয়া দৈনিক ৩ বার সেব্য । রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার করিতে হইবে ।
৩ । শুকনা বিরক্তিকর কাশির জন্য ঃ গরম পানির পাতিলে ১/২ চামচ Tr. Benzoin Co বা Menthol 3/4 দানা ( মেনথল ) দিয়া উহার ভেপার টানিতে হইবে ।
মাত্রাঃ ১/২ চামচ বা ২/৩ দানা করিয়া দৈনিক ২/৩ বার নির্দেশমত ।
অথবা,
দীর্ঘস্থায়ী শুকনো কাশির জন্য Dextramethorpan ( ডেক্সট্রামেথোরপ্যান ) যুক্ত ঔষধঃ
Syp: Brofex ( ব্রোফেক্স ) বা, Syp: D-Cough ( ডি-কফ ) বা, Syp: Dextromethorpan ( ডেক্সট্রামেথোরপ্যান ) । ( হাঁপানি রোগীদের দেওয়া যাবে না । )
মাত্রাঃ ১/২ চামচ করে দিনে ৩বার গরম পানির সহিত সেব্য । অথবা,
বিরক্তিকর কাশির জন্য ঃ Syp: Pholcodin ( ফোলকোডিন ) ১০ মি.গ্রা।
মাত্রাঃ ১/২ চামচ করে দিনে ৩বার । ( হাঁপানি রোগীদের দেওয়া যাবে না । )
৪ । বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতির জন্য Multivitamin ( মালটিভিটামিন ) যুক্ত ঔষধ ঃ Panvit Drop ( প্যানভিট ড্রপ ) বা, Nipavit drop ( নিপাভিট ড্রপ ) বা, Pentavit drop ( প্যানভিট ড্রপ ) বা, Tynisol drop ( টাইনিসল ড্রপ ) বা, Seemavit drop ( সিমাভিট ড্রপ ) বা, Hepatavit drop ( হেপাটাভিট ড্রপ) বা, V-Plex drop ( ভি-প্লেক্স ড্রপ ) ইত্যাদি ্।
মাত্রাঃ বয়স অনুসারে ১০ ফোটা হইতে ২০ ফোটা করিয়া দিনে ২ বার সেব্য । অথবা,
Vitamin B - Complex জাতীয় যে কোন সিরাপ ঃ V-Plex ( ভি-প্লেক্স ) সিরাপ বা, Syp: B-50 fort ( বি ৫০ র্ফোট সিরাপ ) বা, Syp: Opsovit ( সিরাপ অপসোভিট ) বা, Syp: Beconex ( সিরাপ বিকোনেস্ ) বা, Syp: Aristoplex ( সিরাপ এরিটোপ্লেক্স ) ইত্যাদি ।
বি:দ্রঃ উপরের ঔষধ গুলা আবার ক্যাপসুল আকারে পাওয়া যায় ।
মাত্রাঃ যে কোন ঔষধ ১/২ চামচ করিয়া দিনে ২ বার । আর বড়দের জন্য ১ টি ক্যাপসুল রোজ ২ বার খাবার পর সেব্য ।
৫ । কাশির জন্য বুক ব্যথা হইলে ঃ Syp: Napa ( সিরাপ নাপা ) বা, Syp: Ace( সিরাপ এইস্) বা,Syp: Tamen ( সিরাপ টামেন ) বা, Syp: Renova ( সিরাপ রেনোভা ) বা, Syp: Reset ( সিরাপ রিসেট ) বা, Syp: Xpa ( সিরাপ এক্স-পা ) বা, Syp: Zerin ( সিরাপ জেরিন ) বা, Syp: Parapyrol ( সিরাপ পেরাপাইরল ) ইত্যাদি ।
বি:দ্রঃ উপরের ঔষধ গুলা আবার ট্যাবলেট আকারে পাওয়া যায় ।
মাত্রাঃ ১/২ চামচ করিয়া দিনে ৩ বার সেব্য বাচ্চাদের জন্য আর বড়দের জন্য ১ টি ট্যাবলেট রোজ ৩ বার খাবার পর সেব্য ।
অথবা,
ব্যথার জন্য Diclofenac Sodium ( ডাইক্লোফিনাক সোডিয়াম ) যুক্ত ঔষধ ঃ Tab. A-fanac ( এ-ফেকান ) বা, Tab: Voltalin ( ভোলটালিন ) বা, Tab: Clofanac ( ক্লোফেনাক ) বা, Tab: DiClofen ( ডাইক্লোফেন ) বা, Tab: Diclo-M ( ডাইক্লো-এম) এই ট্যাবলেটগুলা শুধু বড়দের জন্য ।
বি:দ্রঃ খাবার পর বা খাবার মাঝে ১ বড়ি করিয়া দৈনিক ২/৩ বার সেব্য ।
পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থাঃ
১ । বাচ্চাকে হুপিং কাশির টিকা দিলে এ রোগ আর হয় না । এই টিকা আবিষ্কারের পর থেকে হুপিং কাশি বলতে গেলে নির্মূল হইয়াছে ।
২ । জ্বর থাকিলে ভাত বন্ধ , জ্বর না থাকিলে স্বাভাবিক খাবার খাইবে ।
৩ । কাশির সঙ্গে বমি হইলে বমির পরে কিছু খাবার দেওয়া প্রয়োজন ।
৪ । ঠান্ডা পানি পান না করিয়া ঈষৎ পানি পান করিবে ।
৫ । শিশুকে হুপিং কাশির জন্য টিকা দিতে হইবে ।
৬ । কাশের জন্য ঘুম না হইলে রাত্রে শুইবার র্পূবে Diazepam ( ডায়াজিপাম ) যুক্ত ঔষধ খাওয়াতে হবে ।
Comments
Post a Comment