- Get link
- X
- Other Apps
** আপনি জানেন কী ? সকল রোগের মহাঔষধ হলো প্যারাসিটামল ।
০ প্যারাসিটামল হলো অতি সাধারন একটি ঔষধ । কিন্তু, আপনি জানলে অবাক হবেন যে এই সাধারণ প্যারাসিটামলই আপনার জটিল জটিল রোগ নিরাময় করতে আপনাকে সাহায্য করবে । প্যারাসিটামল একটি পরীক্ষিত বেদনানাশক এবং জ্বর নিবারক । জ্বর নিবারক এবং বেদনানাশক হিসাবে এসপিরিনের সমান কিন্তু এসপিরিন সম্বলিত ঔষধের মত পার্শ্বপ্রক্রিয়া তৈরী করে না । এসপিরিন এবং অন্যান্য ননস্টেরয়ডাল প্রদাহরোধী ঔষধের তুলনায় প্যারাসিটামলের টিস্যু সিলেকটিভিটি বেশী ।
উপাদান: প্যারাসিটামলে রয়েছে প্যারাসিটামল ৫০০ মি: গ্রা. ।
নিদেশনা :
মাথাব্যাথা, দাঁতের ব্যাথা, কানের ব্যাথা,ইনফ্লয়েনজা, স্নায়ুর গোলযোগজনিত ব্যাথা,ঋতুস্রাবের সময় ব্যাথা এবং অপেক্ষাকৃত কম তীব্র বাতের ব্যাথায় ও জ্বর উপশমে সাময়িক প্রশান্তির জন্য ব্যবহ্রত হয় ।
সেবন বিধি ও গ্রহণমাত্রা:
পূণবয়স্ক: ০.৫ - ১ গ্রাম ( ১-২ ট্যাবলেট ) প্রতি ৪-৬ ঘন্টা অন্তর । সবোচ্চ দৈনিক সেবনমাত্রা ৪ গ্রাম ( ৮ টি ট্যাবলেট ) ।
শিশু: টিকা পরবতী জ্বরের ক্ষেত্রে ৬০ মি. গ্রা., পরবতীতে প্রয়োজন বোধে ৪ - ৬ ঘন্টা পর দ্বিতীয় মাত্রা ।
৩ মাসের নীচে (শুধুমাত্র চিকিৎসকের পরামশ অনুযায়ী): ১০ মি. গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন ( জন্ডিস আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে , ৫ মি. গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন ) হিসেবে দৈনিক ৩-৪ বার ।
পেডিয়াট্রিক সাসপেনশন:
৩মাস - ১ বৎসর ঃ ৬০ - ১২০ মি. গ্রা.( ১/২ - ১ চামচ ) ৩ -৪ বার প্রতিদিন প্রয়োজন অনুযায়ী ।
১ - ৫ বৎসর ঃ ১২০ - ২৫০ মি. গ্রা. অথবা ১ -২ চামচ ৩ -৪ বার প্রতিদিন প্রয়োজন অনুযায়ী ।
৬ - ১২ বৎসর ঃ ২৫০ - ৫০০মি. গ্রা. অথবা ২ - ৪ চামচ ৩ -৪ বার প্রতিদিন প্রয়োজন অনুযায়ী ।
নবজাত ও শিশুদের জন্য ( পেডিয়াট্রিক ড্রপস )
০ - ৩ মাস ঃ ০.৫ মি. লি.
৪ - ১১ মাস ঃ ১ মি.লি.
১২ - ২৩ মাস ঃ ১.৫ মি.লি.
২ - ৩ বছর ঃ ২ মি. লি.
৪ - ৫ বছর ঃ ৩ মি.লি. করে দিনে ৪ বার ।
সাপোজিটরি ঃ
শিশু
১ -৫ বৎসর ঃ পায়ু পথে, ১২৫ -২৫০ মি.গ্রা. করে দিনে সবোচ্চ ৪ বার ।
৬ - ১২ বৎসর ঃ পায়ু পথে, ২৫০ - ৫০০ মি.গ্রা করে দিনে সবোচ্চ ৪ বার ।
প্রাপ্তবয়স্ক: পায়ু পথে ০.৫ - ১ গ্রাম করে দিনে সবোচ্চ ৪ বার ।
অথবা চিকিৎসকের পরামশ অনুযায়ী সেব্য ।
পাশ্বপ্রতিক্রিয়া
পাশ্বপ্রতিক্রিয়া খুব বিরল , অতিরিক্ত মাত্রা যকৃতে বিষক্রিয়া ঘটাতে পারে ।যকৃতে বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণগুলি হচ্ছে বমি বমি ভাব, বমি এবং শারীরিক অস্বস্তিবোধ ।
সতকতা
যকৃত ও বৃক্কে সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই ঔষধ সতকতার সাথে ব্যবহার করতে হবে । চিকিৎসকের পরামশ ছাড়া ব্যাথার জন্য ১০ দিনের বেশী এবং জ্বরের জন্য ৩ দিনের বেশী ব্যবহার না করাই ভাল ।
প্রতিনিদেশনা
যকৃত ও বৃক্কের তীব্র অকাযকারিতায় এবং প্যারাসিটামলের প্রতি অতিসংবেদনশীল রোগীদের দেয়া যাবে না ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment